দুর্যোগ ও মহামারীতে ট্রাস্টের কার্যক্রম
No Articles for this News Feed.
No Articles for this News Feed.
আব্দুল জব্বার জলিল ট্রাস্ট
শান্তি এবং মানবাধিকারকে উর্দ্ধে তুলে ধরার লক্ষে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নের জন্য আব্দুল জব্বার জলিল ট্রাস্ট ২০১৩ সাল থেকে একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে সিলেটে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের ট্রাস্ট আইনে নিবন্ধিত আব্দুল জব্বার জলিল ট্রাস্ট-এর রেজিঃ নং হচ্ছে- ক্রমিক নং-১১৯৪১-১ভি-৮৩/১৩ইং। পরিবেশ এবং জনমানুষের সর্বোতোভাবে উন্নত শারীরিক ও মানসিক স্বাস্থ্য অর্জনে সহযোগিতা এবং সমতা ও সামাজিক ন্যায়বিচার উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য।
আস্সালামুআলাইকুম,
সিলেট মহানগরের সম্মানীত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিককালে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের ন্যায় সিলেট অঞ্চলেও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের ২য় পর্যায় সংক্রমন চলছে। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে যখন মানুষ অকালে মৃত্যুবরণ করছিলো এবং সীমাহীন শ্বাস কষ্টে ভোগছিলো তখন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ১ম সহ-সভাপতি জনাব শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবের পরামর্শ ও সার্বিক সহযোগীতায়, “আব্দুল জব্বার জলিল ট্রাস্ট” এর ব্যবস্থাপনায় কভিড ও নন-কভিড শ্বাস কষ্টের রোগীদের মাঝে অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপনায় ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা কল সেন্টারের মাধ্যমে দিবা-রাত্রী ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সরবরাহ কার্যক্রম শুরু করা হয়।আপনাদের সকলের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরা এ পর্যন্ত প্রায় ৩০০জন কভিড ও নন-কভিড শ্বাস কষ্টের রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিতে সক্ষম হয়েছি। কল সেন্টারের মাধ্যমে কভিড ও নন-কভিড শ্বাস কষ্টের রোগীদের মাঝে দিবা-রাত্রী ২৪ ঘন্টা আমাদের ফ্রি অক্সিজেন সরবরাহ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।আমি “আব্দুল জব্বার জলিল ট্রাস্ট” এর সভাপতি হিসাবে সিলেট মহানগরের সম্মানীত নাগরীকবৃন্দকে আশ্বস্থ করতে চাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশকে করোনামুক্ত ঘোষনা করার আগ পর্যন্ত আমাদের ফ্রি অক্সিজেন সরবরাহ সেবা অব্যাহত থাকবে। আমাদের দিবা-রাত্রী ২৪ ঘন্টা কল সেন্টারের নাম্বার ০১৭৩৩৩০৯৮৬২/০১৭৩৩৩০৯৮৬৩।সকলের সুস্থতা,নিরাপদ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি। সর্বদা মাস্ক পরিদান করুন, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন। নিজে সুস্থ থাকুন ও অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন।
আব্দুল জব্বার জলিল,
সভাপতি, আব্দুল জব্বার জলিল ট্রাস্ট।