প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্টীর জীবনমান উন্নয়নে একমাত্র শিক্ষাই যে একটি আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার, এই দীক্ষায় দীক্ষিত হয়ে আজন্ম-লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আমি ব্যাক্তিগতভাবে ও আমার ট্রাস্টের মাধ্যমে আমার নিজ এলাকা সহ আশেপাশের অনেক এলাকাতে কাজ করেছি। এরই ধারাবাহিকতায় বিগত ৩৫ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সহ অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা করা হয়। নীচে এরকমই কিছু প্রতিষ্ঠানের নাম ও ছবি নিম্নে দেওয়া হলো :

 বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং ”আব্দুল জব্বার জলিল ভবন” এর দাতা। অনুদান -১২,৮০,০০০/=(বারো লক্ষ আশি হাজার) টাকা।
 বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের দেয়াল নির্মান বাবদ অনুদান ২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা ।
 জালালপুর কলেজের আজীবন দাতা সদস্যএবং“আব্দুল জব্বার জলিল ভবন”র দাতা।অনুদান-১৫,০০,০০০/=(পনের লক্ষ) টাকা।
 দক্ষিণ সুরমা কলেজের আজীবন দাতা সদস্য এবং “ আব্দুল জব্বার জলিল অডিটোরিয়াম” দাতা। অনুদান-৩০,০০,০০০/=(ত্রিশ লক্ষ) টাকা।
 সিলেট বাগবাড়িস্থ ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজে অনুদান-২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা।
 লালাবাজারস্থ বিবিধইল গার্লস স্কুলে এককালীন অনুদান-২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা।
 রুস্তুমপুর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এ স্কুলের উন্নয়ন কাজে আর্থিক অনুদান-২,০০,০০০/=(দুই লক্ষ টাকা)।
 জালালপুর হাই স্কুলে অবকাঠামোগত নির্মাণে উল্লেখযোগ্য অনুদান এবং “আব্দুল জব্বার জলিল ভবন”দাতা। অনুদান-১৫,০০,০০০/=(পনের লক্ষ) টাকা।
 মোগলাবাজার রেবতী-রেমন হাই স্কুলের সকল বৈদ্যুতিক পাখা ক্রয় বাবদ অনুদান প্রদান ৪০,০০০/=(চল্লিশ হাজার) টাকা ।
 কিশোরী মোহন সরকারী (বালক) প্রাথমিক বিদ্যালয়, সিলেট এ আর্থিক অনুদান-৬০,৭০০/=(ষাট হাজার সাতশত) টাকা।
 সোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ, সিলেট এ আর্থিক অনুদান-৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা।