বাংলাদেশে করোনা ভাইরাস আক্রমনের পর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও সেবা কর্মীরা চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় ভূগছিলো তখন স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে চিকিৎসা কাজে নিয়োজিতদের জন্য বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও সংবাদ কর্মীদের মাঝে আব্দুল জব্বার জলিল ট্রাস্টের মাধ্যমে উন্নতমানের ৪৫০ পিছ পারসোনাল প্রটেক্টিভ উপকরণ (পিপিই) প্রদান করা হয় এবং করোনায় শ্বাসকষ্টের (কভিড ও নন-কভিড) রোগীদের মাঝে ফ্রী অক্সিজেন সেবা চালু করা হয়।শ্রমহীন অসহায় কর্মজীবি মানুষের মাঝে কল সেন্টারের মাধ্যমে নিজস্ব পরিবহন দিয়ে পরিচয় গোপন রেখে বাসায় বাসায় জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়। যার কিছু নমুনা চিত্র নিচে প্রদান করা হইলো।